WB Primary TET বিজ্ঞপ্তি :
Name of exam | WB- Teacher Eligibility Test 2022 | |||
Concerned Department | West Bengal Board of Primary Education (WBBPE) | |||
Papers | Paper-1 (Class 1 to 5) | |||
Mode of exam | Offline | |||
Application Form started | 14 October 2022 | |||
WB TET Apply last Date | 03 Novermber 2022 | |||
WB TET Exam date | 11th Decemeber 2022 | |||
Job location | West Bengal | |||
Total marks | 150 | |||
Official site | @wbbpe.org |
WB Primary TET EXAM Eligibility Criteria :
অবেদানপার্থিকে অবশই exam এ apply করার জন্যে সব Criteria পূরণ করতে হবে।কারণ কোনো প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতার সম্পূর্ণ না করলে আবেদনপত্র বাতিল হতে পারে। তাই WB TET অ্যাপ্লিকেশন ফর্ম 2022 আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোকরে পড়ার পরেই আবেদন করার জন্যে অনুরোধ করাহচ্ছে।
Primary TET – এ অবেদন করার Eligibility Criteria নীচে উল্লেখ করা হলো।
Age Limit :
Educational Qualification | শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার্থীদের উচ্চমাধ্যমিকে বা সমতুল পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর ও এলিমেন্টারি এডুকেশনে চার বছরের ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে।
পরীক্ষার্থীদের উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর এবং স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা বা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া-র দ্বারা স্বীকৃত একটি কোর্স পাশ করতে হবে।
পরীক্ষার্থীদের স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বরসহ বিএড ডিগ্রি থাকতে হবে। ব্যতিক্রম – তফসিলি জাতিদের (SC), তফসিলি উপজাতি (ST), অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC-A এবং OBC-B), EC, প্রাক্তন সেনাকর্মী, শারীরিকভাবে প্রতিবন্ধী (PH) এবং DH (ডেথ-ইন-হারনেস – কর্মরত অবস্থায় মৃত) প্রভৃতি শ্রেণিভুক্ত পরীক্ষার্থীদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক এবং স্নাতক পরীক্ষায় নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় দেওয়া হয়।
২ . যাঁরা NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দু বছরের D.El.Ed কোর্সে ভর্তি হয়েছেন তাঁরাও এই পরীক্ষায় বসতে পারবেন।
৩ . যাঁরা আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দু’বছরের B.Ed. কোর্সে ভর্তি হয়েছেন, তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন।
৪ . যাঁরা এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড কোর্সে ভর্তি হয়েছেন, তাঁরাও এই পরীক্ষায় বসতে পারবেন।
৫ .যাঁরা ডি.এল.এড (D.El.Ed) এবং বি.এড. (B.Ed.) (স্পেশাল এডুকেশন) কোর্সে ভর্তি হয়েছেন, তাঁরাও পরীক্ষায় বসতে পারবেন।
WB primary TET এর Syllabus / প্রাথমিকের টেটের সিলেবাস :
অঙ্ক : (পূর্নমান-৩০)
মিশ্রণ, গড়, শতাংশ, লাভ-ক্ষতি, পরিমিতি, বর্গমূল, ঘনমূল, সরলীকরণ, সংখ্যাতত্ত্ব, লসাগু ও গসাগু, অনুপাত ও সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ, সময়ও কাজ, সময় ও দূরত্ব।
বাংলা (পূর্নমান-৩০)
লিঙ্গ, বচন, পুরুষ, বাক্য, সমাস, কারক বিভক্তি, বোধ পরীক্ষণ, ক্রিয়ার কাল, উদ্দেশ্য বিধেয়, বিপরীত শব্দ, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, পদ, ধ্বনি ও বর্ণ, সন্ধি, পদ পরিবর্তন, ছেদ ও যতি।
ইংরেজি : (পূর্নমান-৩০)
Artical, verb, adverb, tense, vocabulary, punctuation, comprehension, adjective, pronoun, preposition.
পরিবেশ : (পূর্নমান-৩০)
জল, বাসভূমি, পরিবেশ আইন, পরিবেশ আন্দোলন, বর্জ্য ব্যবস্থাপনা, পুষ্টি খাদ্য স্বাস্থ্য ও পরিবেশ, জৈব বৈচিত্র, বাস্তু তন্ত্র, পরিবেশ সংজ্ঞা ও শ্রেণীবিভাগ, উদ্ভিদজগৎ ও প্রাণী জগৎ, অরণ্য সংরক্ষণ নীতি, পরিবেশ দূষণ।
শিশু বিকাশ ও পেডাগোজি : (পূর্নমান-৩০)
শিক্ষণ ও শিখন এর মূল প্রক্রিয়া, প্রজ্ঞা ও প্রক্ষোভ, শিখনের সমস্যা, সৃজনশীল দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের সম্বোধন , ভাষায় চিন্তন, সামাজিক গঠন হিসেবে লিঙ্গ লিঙ্গ বৈষম্য, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তি বৈষম্য, বংশগতি ও পরিবেশের প্রভাব, শিশু বিকাশের মূলনীতি বিকাশের ধারনা ও শিখন এর সঙ্গে সম্পর্ক সামাজিক করনের প্রক্রিয়া, বুদ্ধিমত্তা গঠনের সমালোচনামূল পরিপ্রেক্ষিত ও বহুমাত্রিক বুদ্ধি, পিয়াজে কোহলমা মাগ ও ভাইগটস্কি নির্মিতিবাদ ও সমালোচনা মূলক পরীপ্রক্ষিত।
প্রাইমারী টেট সিলেবাস এর সমস্ত বিষয়গুলির মান ৩০ করে। যেমন অঙ্কের মান-৩০, বাংলার মান-৩০, ইংরেজির মান-৩০, পরিবেশের মান- ৩০, শিশু বিকাশ ও পেডাগোজি ৩০।